প্রকল্পের যৌক্তিকতাঃ সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের কর্মকর্তাদের অত্র বোর্ড পরিদর্শনকালীন অবস্থান এবং বিবিধ কারণে ভ্রমণরত বিভিন্ন বোর্ডের কর্মচারীদের অবস্থানের জন্য রেষ্টহাউজ অতীব প্রয়োজন। প্রকল্প ব্যয়ঃ টেন্ডারের মাধ্যমে প্রকল্পটি সম্পন্ন করা হচ্ছে। সর্বনি¤œ দাখিলকৃত টেন্ডার মূল্য ছিল ৫০,৭৯,৬৪৪ টাকা, যা স্টেশন কমান্ডার ও সামরিক ভ‚মি এবং সেনানিবাস অধিদপ্তর কর্তৃক অনুমোদিত হয়েছে।
স্টেশন কমান্ডার , জাহানাবাদ সেনানিবাস, খুলনা।
ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার
জাহানাবাদ সেনানিবাস, খুলনা।
কারিগরি সহায়তায়:
ZS Technologies